হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিয়োগের নামে টাকা আত্মসাতের অভিযোগ, চবির অফিস সহকারী বরখাস্ত

চবি সংবাদদাতা

মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিয়োগ দেওয়ার নামে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পালি বিভাগের অফিস সহকারী মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. সাইফুল ইসলাম তাঁকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী যে লিখিত অভিযোগ করেছেন, সেটা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কার করা হবে।

লিখিত অভিযোগে ভুক্তভোগী মুহাম্মদ ইয়াহিয়া জানান, ২০২৩ সালের ২৫ আগস্ট সেকশন অফিসার পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত মেহেদী হাসান তাঁর কাছ থেকে ৪ লাখ টাকা নেন এবং পরে আরও এক লাখ টাকা দাবি করেন।

মোট পাঁচ লাখ টাকা নেওয়ার পরও কোনো নিয়োগ সম্পন্ন হয়নি। পরে টাকা ফেরতের আশ্বাস দেওয়া হলেও এখনো তিন লাখ টাকা ফেরত পাননি তিনি।

অভিযোগে ভুক্তভোগী আরও জানান, চাকরির বিষয়ে অগ্রগতি জানতে গিয়ে রেজিস্ট্রার ভবনে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত কিছু ব্যক্তির মুখোমুখি হতে হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মানসিক চাপের পাশাপাশি শারীরিক লাঞ্ছনাও করা হয়। এ-সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মেহেদী হাসান বলেন, ‘ভিসি ম্যাডামের (সাবেক উপাচার্য শিরীণ আখতার) পিএস যেভাবে নির্দেশ দিত, আমি শুধু তা পালন করতাম। একাধিক পিএস বদল হয়েছে, আমি সব সময় তাদের অধীনে কাজ করেছি।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেহেদী হাসানের বিরুদ্ধে আগে থেকেই মৌখিকভাবে নানা অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতাবান ব্যক্তিদের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে এসব অপকর্ম করছিলেন। এবার লিখিত অভিযোগ এসেছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ