হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক মামলায় ১১ বছর পর একজনের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ১১ বছর আগে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

দণ্ডিত হাছান শরীফ (৩৯) চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার জুইদণ্ডি এলাকার আবুল কালামের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজকের পত্রিকাকে বলেন, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। এ ঘটনায় মাদক নিয়ে ধরা পড়ার পর আসামি জামিনে গিয়ে পলাতক থাকেন। আজ সোমবার আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

ফুয়াদ বলেন, আসামির বিরুদ্ধে সাজা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি নগরীর সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টে বাস থামিয়ে তল্লাশি চালানোর সময় হাছান শরীফের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে বাস থেকে নামিয়ে আনা হয়। এরপর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে অনেক প্যাকেটযুক্ত জ্যাকেটে ৪০ বোতল ফেনসিডিল পায় পুলিশ।

এ ঘটনায় তখন পাহাড়তলি থানায় দায়ের হওয়া মামলায় ২০১৩ সালের ১৯ জুন আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার শরীফকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ