হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশ ইন

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

খাগড়াছড়ির দুই উপজেলার সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশ ইন। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির দুটি উপজেলার সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার মাটিরাঙ্গা উপজেলার আচালং ডিপিপাড়া সীমান্ত দিয়ে ১৯ জন এবং পানছড়ির ডাইন চন্দ্রপাড়া দিয়ে সাতজন নারী-পুরুষ ও শিশুকে পুশ ইন করা হয়।

আটক ব্যক্তিরা জানান, ২০১২ সালে তাঁরা কাজের সন্ধানে ভারতের হরিয়ানা রাজ্যে যান। সেখান থেকে তাঁদের আটক করে বিমানযোগে চোখ-হাত বেঁধে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়।

গতকাল রোববার রাতের শেষদিকে ১০৮ বিএসএফ কর্তৃক পানছড়ি উপজেলা লোগাং ইউনিয়ন সীমান্ত ডাইন চন্দ্রপাড়া এলাকা দিয়ে সাতজনকে ও মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং ডিপিপাড়া এলাকার সীমান্ত দিয়ে ১৯ জন নারী-পরুষ ও শিশুকে পুশ ইন করা হয়েছে।

খাগড়াছড়ির দুই উপজেলার সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশ ইন। ছবি: আজকের পত্রিকা

মাটিরাঙ্গা উপজেলায় পুশ ইন হওয়া ১৯ জন বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পানছড়ি উপজেলার সাতজন থানা-পুলিশ হেফাজতে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল আলম ও পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, যাদের জোরপূর্বক পুশ ইন করা হয়েছে, তারা বর্তমানে বিজিবি ও পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয়, সে ক্ষেত্রে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, এর আগে চলতি মাসে কয়েক দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৯০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২