হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশ ইন

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

খাগড়াছড়ির দুই উপজেলার সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশ ইন। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির দুটি উপজেলার সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার মাটিরাঙ্গা উপজেলার আচালং ডিপিপাড়া সীমান্ত দিয়ে ১৯ জন এবং পানছড়ির ডাইন চন্দ্রপাড়া দিয়ে সাতজন নারী-পুরুষ ও শিশুকে পুশ ইন করা হয়।

আটক ব্যক্তিরা জানান, ২০১২ সালে তাঁরা কাজের সন্ধানে ভারতের হরিয়ানা রাজ্যে যান। সেখান থেকে তাঁদের আটক করে বিমানযোগে চোখ-হাত বেঁধে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়।

গতকাল রোববার রাতের শেষদিকে ১০৮ বিএসএফ কর্তৃক পানছড়ি উপজেলা লোগাং ইউনিয়ন সীমান্ত ডাইন চন্দ্রপাড়া এলাকা দিয়ে সাতজনকে ও মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং ডিপিপাড়া এলাকার সীমান্ত দিয়ে ১৯ জন নারী-পরুষ ও শিশুকে পুশ ইন করা হয়েছে।

খাগড়াছড়ির দুই উপজেলার সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশ ইন। ছবি: আজকের পত্রিকা

মাটিরাঙ্গা উপজেলায় পুশ ইন হওয়া ১৯ জন বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পানছড়ি উপজেলার সাতজন থানা-পুলিশ হেফাজতে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল আলম ও পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, যাদের জোরপূর্বক পুশ ইন করা হয়েছে, তারা বর্তমানে বিজিবি ও পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয়, সে ক্ষেত্রে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, এর আগে চলতি মাসে কয়েক দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৯০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি