হোম > সারা দেশ > বান্দরবান

প্রতি জেলায় দায়রা ও জজ আদালতে হচ্ছে ন্যায়কুঞ্জ ভবন

বান্দরবান সংবাদদাতা

দেশের সব জেলার দায়রা ও জজ আদালতে ন্যায়কুঞ্জ ভবন স্থাপন করার কাজ শুরু হয়েছে। এই ভবন নির্মিত হলে দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা আদালত প্রাঙ্গণে ভোগান্তি থেকে বেঁচে যাবেন।

আজ মঙ্গলবার সকালে বান্দরবানে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নামে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বিচারপতি মো. হাবিবুল গনি। তিনি বান্দরবানের বিভিন্ন মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করা এবং আদালত প্রাঙ্গণে আসা বিচারপ্রার্থীদের সহযোগিতা করতে জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তা-কর্মচারী, বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।

গণপূর্ত বিভাগের বাস্তবায়নে প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে এই ভবন তৈরি করা হচ্ছে। আর এই ন্যায়কুঞ্জ ভবনে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক বিশ্রামাগার, সুপেয় পানির ব্যবস্থা এবং নারী ও শিশুদের বসার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হচ্ছে।

ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার কাজী আরাফাত উদ্দিন, জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা প্রমুখ।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ