দেশের সব জেলার দায়রা ও জজ আদালতে ন্যায়কুঞ্জ ভবন স্থাপন করার কাজ শুরু হয়েছে। এই ভবন নির্মিত হলে দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা আদালত প্রাঙ্গণে ভোগান্তি থেকে বেঁচে যাবেন।
আজ মঙ্গলবার সকালে বান্দরবানে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নামে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বিচারপতি মো. হাবিবুল গনি। তিনি বান্দরবানের বিভিন্ন মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করা এবং আদালত প্রাঙ্গণে আসা বিচারপ্রার্থীদের সহযোগিতা করতে জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তা-কর্মচারী, বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।
গণপূর্ত বিভাগের বাস্তবায়নে প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে এই ভবন তৈরি করা হচ্ছে। আর এই ন্যায়কুঞ্জ ভবনে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক বিশ্রামাগার, সুপেয় পানির ব্যবস্থা এবং নারী ও শিশুদের বসার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হচ্ছে।
ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার কাজী আরাফাত উদ্দিন, জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা প্রমুখ।