চট্টগ্রামের খুলশীতে বাসায় বসে কোভিড টিকা নেওয়ার মামলায় টিকা গ্রহণকারী ও টিকাদানকারীকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা এ আদেশ দেন।
অভিযুক্তরা হলেন, টিকা গ্রহণকারী মো. হাসান এবং টিকাদানকারী মোবারক আলী।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা গত বুধবার এ দুই আসামির ৫ দিনের রিমান্ড চান। বৃহস্পতিবার মামলার শুনানি শেষে আদালত দুজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, মো. হাসান খুলশীর জাকির হোসেন রোডের বাসায় বসে ৭ আগস্ট করোনা টিকা নেন। পরে টিকা গ্রহণের ছবিসহ ফেসবুকে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। বাসায় বসে টিকা দিতে সহায়তা করায় মোবারক আলীকেও ধন্যবাদ দেন। পোস্টটি স্থানীয় শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদুল আলমের নজরে এলে তিনি সিভিল সার্জন, চট্টগ্রাম সিটি করপোরেশন ও পুলিশকে বিষয়টি জানান। ৮ আগস্ট পুলিশ দুজনকে গ্রেপ্তার করে খুলশী থানায় মামলা দায়ের করেন।