হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বাসায় বসে করোনা টিকা গ্রহণকারী ও দাতার রিমান্ড মঞ্জুর

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের খুলশীতে বাসায় বসে কোভিড টিকা নেওয়ার মামলায় টিকা গ্রহণকারী ও টিকাদানকারীকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা এ আদেশ দেন। 

অভিযুক্তরা হলেন, টিকা গ্রহণকারী মো. হাসান এবং টিকাদানকারী মোবারক আলী। 

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা গত বুধবার এ দুই আসামির ৫ দিনের রিমান্ড চান। বৃহস্পতিবার মামলার শুনানি শেষে আদালত দুজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

প্রসঙ্গত, মো. হাসান খুলশীর জাকির হোসেন রোডের বাসায় বসে ৭ আগস্ট করোনা টিকা নেন। পরে টিকা গ্রহণের ছবিসহ ফেসবুকে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। বাসায় বসে টিকা দিতে সহায়তা করায় মোবারক আলীকেও ধন্যবাদ দেন। পোস্টটি স্থানীয় শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদুল আলমের নজরে এলে তিনি সিভিল সার্জন, চট্টগ্রাম সিটি করপোরেশন ও পুলিশকে বিষয়টি জানান। ৮ আগস্ট পুলিশ দুজনকে গ্রেপ্তার করে খুলশী থানায় মামলা দায়ের করেন। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল