হোম > সারা দেশ > নোয়াখালী

ভবনের কার্নিশে আটকে পড়া বিড়াল উদ্ধার করল ফায়ার সার্ভিস

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌর এলাকার চারতলা একটি ভবনের তৃতীয় তলার কার্নিশে আটকে পড়া একটি বিড়াল উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পরে বিড়ালটি তার মালিকের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার রাতে পৌরসভার পশ্চিম রাজারামপুর কাজী কলোনির খান ভিলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দিনের কোনো এক সময় খান ভিলার তৃতীয় তলার কার্নিশের ওপর আটকা পড়ে পোষা বিড়ালটি। দিনভর উদ্ধারের নানা চেষ্টা করে ব্যর্থ হন বিড়ালটির মালিক ওই বাসার ইয়াহিয়া খানের মেয়ে নাফিজা তাহসিন নেহা। রাত পৌনে ৯টায় বিড়ালটি উদ্ধারে ফায়ার সার্ভিসকে কল করেন তিনি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে বিড়ালটি উদ্ধার করে।

শখের বিড়ালটি ফিরে পাওয়ার পর নাফিজা তাহসিন নেহা বলেন, ‘দিনভর বিড়ালটি উদ্ধারের অনেক চেষ্টা করেছি আমরা। কিন্তু না পেরে আমাদের ঘরের সবার মন খারাপ হয়ে যায়। রাতে ফায়ার সার্ভিসের বিষয়টি মাথায় এলে ওনাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তাঁরা বাসায় এসে আন্তরিকতার সঙ্গে আমার বিড়ালটি উদ্ধার করে দিয়েছেন।’

ফায়ার সার্ভিস নোয়াখালীর স্টেশন লিডার মো. নুর আলম বলেন,  ‘দুর্যোগে-দুর্বিপাকে সব সময় আমরা কাজ করে যাচ্ছি। মানুষসহ যেকোনো প্রাণ রক্ষা করাই আমাদের নীতি। আমরা আমাদের নীতিতে সব সময় অবিচল থাকব।’

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির