হোম > সারা দেশ > ফেনী

সোনাগাজীতে ভাগনির বিয়ের সদাই কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল মামার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে গরুর ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কের পাশে পড়ে জয়নাল আবেদীন বাবলু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হন। বাবলু তাঁর ভাগনির বিয়ে সদাই কিনতে জেলা শহরে যাচ্ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের তালতলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জয়নাল আবেদীন বাবলু বগানাদানা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। বাবলুর তিনটি শিশুসন্তান রয়েছে।

নুরুল আবছার নামের পথচারী বলেন, ‘রাস্তা থেকে একটি গরু যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটির গতি বেশি থাকায় উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় একজন মারা যায়। আহত অন্য যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়।’

বাবলুর বড় ভাই কামাল উদ্দিন বলেন, ‘সকালে ভাগনির বিয়ের জন্য সদাই কিনতে ছোট ভাই ফেনীতে যাচ্ছিল। এখন লাশ হয়ে ফিরছে। এটা মানতে পারছি না। তার তিনটি কন্যাসন্তান রয়েছে। তাদের কী অবস্থা হবে, জানি না।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘বাবলু নামে একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা