হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে সুপেয় পানির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উপকূলীয় সকল মানুষের সুপেয় পানির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ‘বিনা মূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বরে এ মানববন্ধন করেন তাঁরা।

এ সময় সড়কে খালি কলসি রেখে প্রতিবাদ জানান মানববন্ধনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন, আঞ্চলিক ব্যবস্থাপক জাকির হোসেন, উন্নয়ন কর্মকর্তা কেফায়েত উল্লাহ, সাংবাদিক আবদুল বারি বাবলুসহ আরও অনেকে। 

মানববন্ধনে বক্তারা বলেন, জেলার উপকূলীয় জনপদের একটি সুবর্ণচর। গত কয়েক বছর ধরে এ উপজেলার প্রতিটি এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। যা চলতি বছরে প্রকট আকার ধারণ করেছে। সুপেয় পানি রক্ষায় কৃষি কাজে ব্যবহৃত গভীর নলকূপের ব্যবহার কমিয়ে আনতে হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে খাল, বিল, নদী-নালাতে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে।

বক্তারা আরও বলেন, সুবর্ণচরের দক্ষিণ সীমানা ঘেঁষে বয়ে যাওয়া মেঘনার মৃত খালটি পুনঃখনন করতে হবে। খালে পানি সঞ্চয় করে সুবর্ণচর ও হাতিয়া উপকূলে ২ লক্ষাধিক ভূমি কৃষি কাজে ব্যবহার করা যাবে। এতে করে সুপেয় পানির সংকট অনেকটাই কমে যাবে।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির