ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর গ্রাম মানব পাচার ও চোরা চালানের নিরাপদ সড়ক হিসেবে পরিচিত। গতকাল বৃহস্পতিবার রাতে বসন্তপুর এলাকা থেকে মানব পাচার চক্রের মূল হোতা মো. সোহাগকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে তারাকুছা বিজিবি ক্যাম্প কমান্ডার শামছুদোহার নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
আজ শুক্রবার এ বিষয়ে তারাকুছা বিজিবি ক্যাম্প কমান্ডার শামছুদোহা জানান, এই সোহাগ মানব পাচার নারী ও চোরাচালান চক্রের মূল হোতা। তার বিরুদ্ধে নারী ও মানব পাচারের আইনে মামলা রয়েছে। আমরা গত রাতে তাকে গ্রেপ্তার করি। তাকে ফুলগাজী থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।