হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডিপোতে গিয়ে কাউকে না পেয়ে ক্ষুব্ধ বন্দর চেয়ারম্যান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

বিস্ফোরণের ঘটনার পর থেকে লাপাত্তা সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকায় পণ্য মজুতের প্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ। রোববার দুপুরে কনটেইনার ডিপোর বিস্ফোরণস্থল পরিদর্শন গিয়ে ডিপো কর্তৃপক্ষকে দেখতে না পেয়ে ক্ষিপ্ত হন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।

পরিদর্শন শেষে চেয়ারম্যান বলেন, ‘কাজের সুবিধার্থে ডিপোর কোথায় রপ্তানি পণ্য, কোথায় কেমিক্যাল পণ্য তা ফায়ার কর্মীদের দেখিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য ডিপোর লোকজন থাকার দরকার ছিল। অথচ এখানে এসে আমি কাউকে পেলাম না, ডিপোর লোকজন কোথায়?’

এম শাহজাহান বলেন, ‘এত বড় একটা ঘটনা। অথচ ভেতরে ডিপোর লোকজন কেউ নেই। এটা খুবই দুঃখজনক। তাঁরা এখানে উপস্থিত থেকে ফায়ারের লোকজনকে গাইড করতে পারত। আমি মালিকপক্ষকে আহ্বান করব আপনারা এসে সহযোগিতা করেন।’

বন্দর চেয়ারম্যান বলেন, ‘এই ডিপোতে সব রপ্তানি পণ্য রয়েছে। আমাদের দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কেমিক্যাল রপ্তানি হয়। এখানে ডিপোর মুখে ২৬টি কেমিক্যালভর্তি কনটেইনার ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে জানতে পেরেছি। ডিপোর ভেতরে ট্রেইলারগুলা সারিবদ্ধভাবে এখনো আছে। সেগুলো আগে সরানোর ব্যবস্থা করতে হবে। তবে এ মুহূর্তে ডিপোর পরিচালনার দায়িত্বে যাঁরা আছেন তাঁদের বেশি প্রয়োজন। আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি।’

সীতাকুণ্ডে বিস্ফোরণ-সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

প্রসঙ্গত গতকাল শনিবার রাতে এই কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার ঘণ্টাখানেক পর বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার শতাধিক। এখনো নিয়ন্ত্রণে আসেনি ডিপোর আগুন।

এ-সম্পর্কিত সর্বশেষ:

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হাদির ওপর হামলায় ডাকসু ভিপির জবাব চাইলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

‘অর্থ লোপাট করে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছেন দীপু মনি ও তাঁর ভাই’

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা