হোম > সারা দেশ > কুমিল্লা

সড়ক দুর্ঘটনার ৩০ দিন পর চিকিৎসাধীন পুলিশ সদস্যের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য আবদুল্লাহ আল পিয়াস মারা গেছেন। ৩০ দিন চিকিৎসাধীন থেকে আজ ভোরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পুলিশ সদস্য পিয়াস চৌদ্দগ্রাম পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বৈদ্দেরখীল দক্ষিণ পাড়ার শাহ আলমের ছেলে। তিনি গণভবনে দায়িত্ব পালন করতেন। এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর আবদুল্লাহ আল পিয়াস মোটরসাইকেল যোগে ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও এলাকায় যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেয়। সেখানে তাঁর একটি পা কেটে ফেলা হয়। মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ায় তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকলে উন্নত চিকিৎসার জন্য নিউরোসাইন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘদিন আইসিইউতে থাকার পর বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। বুধবার গণভবন ও রাজারবাগ পুলিশ লাইনসে পৃথক জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে নেওয়া হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘পুলিশ সদস্য আবদুল্লাহ আল পিয়াস সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি আমাদের পুলিশ হেড কোয়ার্টার থেকে জানানো হয়েছে। বিকেলে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হবে।’ 

২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রহণ

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

অস্ত্র হাতে ছবি ভাইরাল, রাঙ্গুনিয়ায় যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা