হোম > সারা দেশ > কুমিল্লা

বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৭

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন বাসযাত্রী। আজ শুক্রবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসাম উপজেলার চন্দনা বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে ক্রসিং ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল হাসান। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, চন্দনা এলাকায় সংস্কারকাজের জন্য মহাসড়কের ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। নোয়াখালীমুখী লেনে যান চলাচল করছিল। ভোরের দিকে ঢাকামুখী হিমাচল এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ক ১৪-৭৯৯৪) বাসের সঙ্গে নোয়াখালীমুখী (ঢাকা মেট্রো-ট ২২-৭৯৬০) কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি পাশের ডোবায় পড়ে যায়। কাভার্ড ভ্যানটি রাস্তার বিভাজকের ওপর উঠে যায়। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আরও সাত বাসযাত্রী আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশের লালমাই ক্রসিং ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল হাসান বলেন, সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর নাম এখনো জানা যায়নি। দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির