হোম > সারা দেশ > কুমিল্লা

বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৭

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন বাসযাত্রী। আজ শুক্রবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসাম উপজেলার চন্দনা বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে ক্রসিং ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল হাসান। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, চন্দনা এলাকায় সংস্কারকাজের জন্য মহাসড়কের ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। নোয়াখালীমুখী লেনে যান চলাচল করছিল। ভোরের দিকে ঢাকামুখী হিমাচল এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ক ১৪-৭৯৯৪) বাসের সঙ্গে নোয়াখালীমুখী (ঢাকা মেট্রো-ট ২২-৭৯৬০) কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি পাশের ডোবায় পড়ে যায়। কাভার্ড ভ্যানটি রাস্তার বিভাজকের ওপর উঠে যায়। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আরও সাত বাসযাত্রী আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশের লালমাই ক্রসিং ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল হাসান বলেন, সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর নাম এখনো জানা যায়নি। দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা