হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সৈকতের বালিয়াড়ি কেটে খাল, বন্ধ করল জেলা প্রশাসন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সৈকতের কলাতলী ডিভাইন বিচ পয়েন্টে বালিয়াড়ি কেটে তৈরি খালটি আজ শুক্রবার বন্ধ দেয় জেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার সৈকতের কলাতলী ডিভাইন বিচ পয়েন্টে বালিয়াড়ি কেটে অবৈধভাবে তৈরি খালটি অবশেষে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল সরেজমিনে পরিদর্শন করে এই ব্যবস্থা নেয়।

এ সময় কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার রাতে সাগরপাড়ের ডিভাইন ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ও প্যাসিফিক বিচ ক্যাফে নামের দুটি প্রতিষ্ঠান পানির স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে একটি কৃত্রিম খাল তৈরি করে। এ খাল তৈরির কারণে সৈকতের বালিয়াড়িতে ভাঙনের সৃষ্টি হয়। পাশাপাশি হোটেল-মোটেল, রেস্তোরাঁর ময়লা-আবর্জনা ও কাদাপানি সরাসরি সাগরে গিয়ে পড়ছিল।

অভিযোগ উঠেছে, দুই প্রতিষ্ঠান নিজেদের সামনে সাময়িক জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে রাতের আঁধারে শ্রমিক নিয়োগ করে সাগর তীরের বালিয়াড়ি কেটে খাল তৈরি করে সৈকত বিচ্ছিন্ন করে ফেলে। এতে পর্যটকদের চলাফেরায় ভোগান্তি দেখা দেয়।

কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন বলেন, ‘এ ঘটনায় লোকদেখানো অভিযান নয়, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই মানবসৃষ্ট খালের কারণে কাদাপানি ও ময়লায় সাগরদূষণ হচ্ছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব বলেন, খালটি দিয়ে ময়লা-আবর্জনার পানি সাগরে পড়ার বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে। এ পথ দিয়ে যেন পানি সাগরে নামতে না পারে, সে জন্য পৌরসভা ও সংশ্লিষ্টদের নিয়ে প্রকল্প নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ