ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে মো. শিবলী নোমান (৩৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ রোববার আখাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেবগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিবলী আখাউড়া পৌরসভার তারাগন এলাকার মৃত জারু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মাদকাসক্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সামনে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটি খুব ভালো ছিল, তবে মাদকাসক্ত হয়ে এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিল।’
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: