হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কসবায় একই ট্রাক্টরের চাপায় হেলপার নিহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে খাইরুল ইসলাম খান (২২) নামে ওই ট্রাক্টরের হেলপারের মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার মেহারী ইউনিয়নের ঈশাননগর এলাকায় এ ঘটনা ঘটে। খাইরুল ঈশাননগর গ্রামের মাহিনুর খানের ছেলে।

ঈশাননগর গ্রামের রিপন মিয়া নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে ট্রাক্টরে করে বালু পরিবহনে কাজ করছিলেন খাইরুল। বালু পরিবহনকালে ঈশাননগর মোড়ে দোকান থেকে চালকের জন্য পান কিনতে ট্রাক্টরটি গতি কমানোর সময় খাইরুল লাফ দিয়ে নিচে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় চলন্ত ট্রাক্টরটি তাঁর ওপর উঠে যায়। এ সময় চাকার নিচে পড়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান খাইরুল। 

নিহতের বাবা মাহিনুর খান জানান, খাইরুল ঢাকায় একটি ব্যাগ ফ্যাক্টরিতে কাজ করতেন। দুই সপ্তাহ আগে চাকরি ছেড়ে বাড়িতে চলে আসে। এক সপ্তাহ ধরে বালুবাহী ট্রাক্টরের হেলপারের কাজ নেন। তাঁর শখ ছিল ট্রাক্টরে কাজ করে সংসারের হাল ধরার পাশাপাশি টাকা জমিয়ে একটি মোটরসাইকেল কেনার। রোববার সকালে ট্রাক্টর চাপায় মৃত্যু হয় তাঁর।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ