হোম > সারা দেশ > নোয়াখালী

ছোট ভাইয়ের কবজি কাটলেন বড় ভাই, বিচার চেয়ে মানববন্ধনে মা-বাবা

নোয়াখালী প্রতিনিধি

আজ সোমবার কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের কবজি কাটার অভিযোগ তুলে বিচার দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের কবজি কাটার অভিযোগ তুলে বিচার চেয়ে মানববন্ধন হয়েছে। এতে এলাকাবাসীর সঙ্গে অংশগ্রহণ করেন ওই দুই ভাইয়ের মা-বাবা। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে কোম্পানীগঞ্জ থানার সামনে বিক্ষোভ সমাবেশও করেন তাঁরা।

১৩ মে আবদুস সাত্তার বাদশা নামে এক যুবকের হাতের কবজি তাঁর বড় ভাই রমজান আলী মিশন কেটে দেন বলে অভিযোগ ওঠে। উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়িতে দুই ভাইয়ের মধ্যে জায়গা-জমি বিরোধের জেরে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আবদুস সাত্তার বাদশার স্ত্রী নুসরাত জাহান নূপুর বাদী হয়ে রমজান আলী মিশনকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ভাইয়ের ওপরে আরেক ভাইয়ের হামলার বিচার চেয়ে আজ মানববন্ধন কর্মসূচি হয়। এতে অংশ নেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, কাউন্সিলর নুর নবী সবুজ, আবদুল মন্নান, আবদুস সাত্তারের বাবা তোফাজ্জল হক, মা মাকসুদা আক্তার প্রমুখ। মানববন্ধনে মা মাকসুদা বলেন, ‘আমার এক ছেলে আরেক ছেলের ওপরে এভাবে হামলা করতে পারে না। হামলাকারীর পরিচয় কেবল একজন অপরাধী। আমরা তার বিচার চাই।’

এদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনা রাতে মামলার প্রধান আসামি রমজান আলী মিশন ও তাঁর শ্যালক আকাশকে সুবর্ণচর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই