হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে মশার কয়েলের আগুনে পুড়ে শিশুর মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাদিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম মোহাম্মদ সালমান (৭)। সে ওই এলাকার মো. শহিদুল্লাহর ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি ঘরে কম্বল জড়িয়ে ঘুমিয়ে ছিল। ঘরে থাকা মশার কয়েল থেকে কম্বলে আগুন লেগে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। 

প্রতিবেশী জয়নাল আবেদিন বলেন, ওই শিশুর মা রুমা আক্তারের ডিভোর্স হওয়ায় সে তার নানির সঙ্গে থাকে। শিশুটি মানসিক প্রতিবন্ধী। তাকে বাসায় রেখে নানি কাজে বের হলে রাতে শিশুটি অগ্নিদগ্ধ হয়। মশার কয়েল থেকে আগুন প্রথমে কম্বলে, পরে গ্যাসলাইটারে লাগলে লাইটার বাস্ট হয়ে মুহূর্তেই আগুনে পুড়ে যায় শিশুটি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস শফিউল কবির মজুমদার বলেন, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। শুনেছি সেখানে শিশুটির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ