হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে ধানখেতে মিলল অটোরিকশাচালকের মরদেহ 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে মো. রাশেদ (১৫) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা।

ওসি শুভরঞ্জন চাকমা আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে উজিরপুরের শামুকসার গ্রামের বোয়ালজুড়ি খালের পাশে রাজ্জাক মিয়ার ধানের খেতে অজ্ঞাত এক কিশোরের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল করে লাশটি থানায় নিয়ে আসে। মরদেহটির পেটে একটি গভীর ক্ষত রয়েছে। ধানখেতের পাশেই পড়ে ছিল তার ব্যাটারিচালিত অটোরিকশাটি। বৃহস্পতিবার রাতে রাশেদের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। 

রাশেদের বাবা মশিউর রহমান বলেন, ‘রাশেদ প্রতিদিনের মতো গত বুধবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাইনি। বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানা থেকে একটি লাশ উদ্ধারের খবর পেয়ে এসে দেখি এটি আমার ছেলে রাশেদের লাশ। তাকে কে বা কারা হত্যা করেছে বলতে পারছি না।’ 

স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে রাশেদের বাবা মশিউর রহমান ছেলে নিখোঁজের খবর জানালে থানায় দ্রুত নিখোঁজ ডায়েরি করতে বলি। একই দিন বিকেলে থানা থেকে একটি লাশ উদ্ধারের খবর পেয়ে শনাক্ত করি।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা