হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবান সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলার বুচিরমুখ এলাকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের নারী-শিশুসহ ৫৮ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আজ শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত পাঁচ দালালকেও আটক করা হয়েছে।

আটক পাঁচ দালাল হলেন—আলীকদম উপজেলার খুইল্যামিয়া পাড়ার নজরুল ইসলাম (৪০), দক্ষিণ নয়াপাড়ার আরিফুল ইসলাম (২৫), নয়াপাড়ার খোরশেদ আলম (৫৭), জামাল উদ্দিন (২৭) ও চৈক্ষ্যং ইউনিয়নের আবু হুজাইফা (৩২)।

বিজিবি জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) জেসিও নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টহল দল ব্যাটালিয়ন সদর থেকে আনুমানিক ৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে বুচিরমুখ নামক স্থানে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার সময় ১২ পুরুষ, ১০ নারী এবং ৩৬টি শিশুসহ মোট ৫৮ রোহিঙ্গাকে আটক করা হয়।

অভিযানে পাঁচ বাংলাদেশি দালালকে আটক করা হয়। এ সময় একটি ডাম্প ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, আটক রোহিঙ্গাদের মিয়ানমারে পুশ ব্যাক করা হবে। আটক দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত বেড়ে ৭

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪