হোম > সারা দেশ > বান্দরবান

ভারী বর্ষণে আলীকদমে বন্যা

প্রতিনিধি, আলীকদম (বান্দরবান) 

ভারী বর্ষণে আলীকদম উপজেলার ৮ গ্রামে বন্যা দেখা দিয়েছে। সোমবার বিকেল থেকে বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার ভোরে বন্যাকবলিত হয় ৩টি ইউনিয়নের কমপক্ষে ২০০ ঘরবাড়ি। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীতীরবর্তী এসব গ্রাম প্লাবিত হয়। এ সময় তলিয়ে যায় ফসলি জমিও।

চকরিয়া-আলীকদম-লামা সড়ক বন্যার পানিতে ডুবে যাওয়ায় আলীকদম থেকে অন্যান্য উপজেলায় মঙ্গলবার সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বুধবার বন্যার পানি নেমে গেলে যোগাযোগ স্বাভাবিক হয়। 

উপজেলার ৩টি ইউনিয়নে রোয়াম্ভু, মঞ্চপাড়া, আমতলী, ছাবের মিয়াপাড়া, শিবাতলী, থানাপাড়া, চৈক্ষ্যংসহ বিভিন্ন নিম্নাঞ্চলে নদীর পানি বাড়িঘরে ঢুকে পড়ে বন্যাকবলিত হয়। মঙ্গলবার বিকেল পর্যন্ত বৃষ্টিপাত হওয়ায় মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পায়। এতে করে বন্যা পরিস্থিতির অবনতি হলেও মঙ্গলবার রাতে বৃষ্টিপাত কমে যায়।

এদিকে বুধবার মাতামুহুরী নদীর পানি কমে গিয়ে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বন্যার কারণে অনেকের বাড়িঘর নষ্ট হয়ে গেছে। ফলে তাঁরা নিকটস্থ আশ্রয়ণ প্রকল্পে অবস্থান করছেন।

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বন্যাকবলিতদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। অন্যদিকে ইউনিয়ন পরিষদ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত