হোম > সারা দেশ > চট্টগ্রাম

ক্যানসার নির্ণয়ে সব পরীক্ষা এখন চট্টগ্রামেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ক্যানসার নির্ণয়ে বায়োপসি অথবা শরীর থেকে টিস্যু নিয়ে যেসব পরীক্ষার জন্য জন্য ঢাকা অথবা দেশের বাইরে পাঠানো হতো সেসব পরীক্ষা এখন সম্ভব হচ্ছে চট্টগ্রামে। বন্দরনগরী চট্টগ্রামের প্রথম আইএসও অ্যাক্রেডিটেশন প্রাপ্ত হেলথ কেয়ার সেন্টার এপিক ক্যানসার নির্ণয়ের যাবতীয় পরীক্ষা চট্টগ্রামেই চালু করেছে। এখন থেকে চট্টগ্রাম মহানগরী, জেলা-উপজেলাসহ সমগ্র চট্টগ্রাম বিভাগের রোগীদের ক্যানসার নির্ণয়সহ যাবতীয় জটিল ডায়াগনস্টিক পরীক্ষা চট্টগ্রামের করা সম্ভব হবে বলে জানিয়েছে এপিক হেলথ কেয়ার পরীক্ষা। 

আজ মঙ্গলবার দুপুরে নগরীর পাঁচলাইশে এপিক হেলথ কেয়ার সেন্টারে সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে এক ‘মিট দা প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানান এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) টি এম হান্নান। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের দ্বিতীয় রাজধানী বলা হয় বন্দরনগরী চট্টগ্রামকে। এই চট্টগ্রামে বিশ্বমানের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে ‘আইএসও অ্যাক্রেডিটেশন সনদ’ অর্জনের মাধ্যমে ল্যাবরেটরি সেবায় এপিক হেলথ কেয়ার চট্টগ্রামকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আগে ক্যানসার নির্ণয়সহ যেসব ডায়াগনস্টিক পরীক্ষার জন্য চট্টগ্রাম অঞ্চলের রোগীদের ঢাকা অথবা দেশের বাইরে যেতে হতো বা স্যাম্পল ঢাকায় পাঠাতে হতো, সেসব পরীক্ষা এখন শতভাগ চট্টগ্রামের করার সক্ষমতা অর্জন করেছে এপিক। 

ক্যানসার নির্ণয়ে বায়োপসির পাশাপাশি ‘ফ্রোজেন সেকশন’ নামক বিশেষ পরীক্ষার মাধ্যমে অপারেশন চলাকালীন রোগীকে অপারেশন টেবিলে রেখেই ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই রোগীর শরীরের ক্যানসারের পরিধি শনাক্তকরণের সব ধরনের ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে।

 সংবাদ সম্মেলনে এপিক হেলথ কেয়ার কর্তৃপক্ষ জানায়, দ্রুত রিপোর্ট প্রদানের উদ্দেশ্যে এপিক হেলথ কেয়ার যুক্ত করেছে সার্বক্ষণিক পূর্ণকালীন ল্যাব কনসালট্যান্ট। চট্টগ্রামের ১ম ল্যাব হিসেবে ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে প্রতি মাসে বায়ো রেড ইউএসএ, এবং রেনডক্স ইউকে’র সঙ্গে এক্সটার্নাল কোয়ালিটি এসিউরেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করে বিশ্বের উন্নত ল্যাবসমূহের সঙ্গে তুলনামূলকভাবে গুণগত মান নিশ্চিত করে করে আসছে। এ ছাড়া সিডেটিভ এন্ডোস্কপি (ব্যথামুক্ত পদ্ধতি), কলোনস্কপি, ফাইব্রোস্ক্যান, বিএমডি, ম্যমোগ্রাফিসহ বহু আধুনিক মেডিকেল ডায়াগনস্টিক মেশিন যুক্ত হয়েছে এপিক হেলথ কেয়ারে।

বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, রক্তদান কর্মসূচি, সরকারি হাসপাতালগুলোতে হুইল চেয়ার বিতরণ, মাসব্যাপী সকলের জন্য সকল টেস্ট শতকরা ২৫ শতাংশ ডিসকাউন্টসহ নানান কার্যক্রম ঘোষণা করা হয়। 

মিট দা প্রেস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) টি এম হান্নান, পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) জসীম উদ্দিন, এজিএম এডমিন এন্ড এইচ আর মো. আরেক হোসাইনসহ প্রমুখ। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ