হোম > সারা দেশ > খাগড়াছড়ি

লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি  

লক্ষ্মীছড়ি উপজেলার নাভাঙ্গা এলাকায় ইউপিডিএফ সদস্য জীবন চাকমাকে অস্ত্রসহ আটক করা হয়। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পূর্ব নাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) দলের এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।

আজ রোববার গভীর রাতে দুল্ল্যাতলী ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের সেনাসদস্যরা। আটক ব্যক্তির নাম জীবন চাকমা (২৮)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ইউপিডিএফ সদস্য জীবন চাকমা পূর্ব নাভাঙ্গার একটি বাড়িতে অবস্থান করছেন বলে খবর আসে তাদের কাছে। এরপর রাত ২টার দিকে লক্ষ্মীছড়ি জোন সদর থেকে দুটি ‘বি’ টাইপ টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানে জীবন চাকমাকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি, একটি ইউনিফর্ম, জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) আটক করা হয়। পরে তাঁকে উদ্ধার করা অস্ত্র, আলামতসহ লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর দাবি, জীবন চাকমা দীর্ঘদিন ধরে লক্ষ্মীছড়ি অঞ্চলে চাঁদাবাজি ও নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

স্থানীয় কয়েকজনের বক্তব্য, পাহাড়ি এলাকায় এমন অভিযান চালালে মানুষের মধ্যে স্বস্তি ফিরবে। অস্ত্রধারীদের আটক করলে পরিস্থিতি উন্নত হবে এবং পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা সহজতর হবে।

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার