হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৌরসভার হাজীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। তিনি জানান, ওই তরুণের বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার জাহিদ হাসান সৌরভ (১৯) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বাসিন্দা। 

র‍্যাব জানায়, চৌমুহনী পৌর হাজীপুর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে জাহিদ হাসান সৌরভ তাঁর লোকজন নিয়ে অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে রাতে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে সৌরভকে আটক করে তাঁর দেহ তল্লাশি চালিয়ে একটি বন্দুক জব্দ করা হয়। তবে এ সময় তাঁর সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

র‍্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, সৌরভ উপজেলার বিভিন্ন স্থানে মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন। অস্ত্রসহ আটকের ঘটনায় তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর