চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ সিলিং ফ্যান খুলে নিচে পড়ে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শ্রেণিকক্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ফ্যানের নিচে কোনো শিক্ষার্থী না থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সাহল আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুর ১২টার দিকে আফতাব স্যারের পাঠদান চলছিল। পাঠদান অনেকটা শেষের দিকে ছিল। হঠাৎ বিকট শব্দে পেছনের একটি সিলিং ফ্যান খুলে পড়ে যায়। ফ্যানের নিচে কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
নাম প্রকাশ না করা শর্তে আরেক শিক্ষার্থী বলেন, আমাদের শ্রেণিকক্ষের ফ্যানগুলো অনেক পুরোনো। অন্য সময় ক্লাস ভর্তি শিক্ষার্থী থাকে। আজকে ক্লাসে শিক্ষার্থী কম থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোদাব্বের আহমেদ বলেন, আমাদের বিভাগের শ্রেণিকক্ষে একটা সিলিং ফ্যান খুলে পড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
সভাপতি আরও বলেন, কিছুদিন আগে আমরা রঙের কাজ করিয়েছিলাম। সেখান থেকে নাকি অন্য কোনোভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে খবর নিচ্ছি।