হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

উল্টো পথে সিএনজি, কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল পরীক্ষার্থীর

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরে একটি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে বাবার সঙ্গে সিএনজি চালিত অটোরিকশায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই সন্তানের মা মাহবুবা সুলতানা (২৬)। আজ শুক্রবার দুপুর সোয়া ১টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ হাজীপুর শাহী জামে মসজিদের সামনে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনায় নিহত হন তিনি। 

এ দুর্ঘটনায় মারাত্মক গুরুতর আহত অবস্থায় নিহতের বাবা মাহবুব আলম ও সিএনজি অটোরিকশা চালককে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক মো. মোশাররফ হোসেন। নিহত মাহবুবা সুলতানা রামগঞ্জ উপজেলার আথাকরা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ আলমের স্ত্রী। 

স্থানীয়রা বলছে, লক্ষ্মীপুর থেকে বেপরোয়া গতিতে আসা সিএনজিচালক দক্ষিণ হাজীপুর মসজিদের সামনের মোড়ে এসে সড়কের ডানপাশে চলে যায়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাহাবুবা সুলতানার মৃত্যু হয়েছে। অপর আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

নিহত মাহাবুবা সুলতানার দেবর ইয়াসিন আরাফাত বলেন, ‘সকালে আমার ভাবি তাঁর বাবার সাথে পরীক্ষা দিতে যায়। তারপর আমরা দুর্ঘটনার খবর জানতে পারি।’ 

এ বিষয়ে রামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের আত্মীয়দের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি