হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৬ 

প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম) 

চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ভুজপুর থানাধীন শান্তিরহাট বাজারের কাছে গহিরা-হেঁয়াকো সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আমির হোসেন (২৬), মো. রিদোয়ান (১৮), মো. শওকত হোসেন (৪২), শেফাত হোসেন (১৭), মো. হেলাল উদ্দিন (১৮), মো. তাসিফ (১৬)। তাঁদের সকলের বাড়ি উপজেলা নারায়ণহাট গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ভুজপুর অভিমুখে যাওয়া সিএনজি অটোরিকশাটি শান্তিরহাট বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ সবাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।’ 

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ফাতেমাতুজ্ জোহরা বলেন, ‘প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের চমেকে রেফার করা হয়।’

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি