হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৬ 

প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম) 

চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ভুজপুর থানাধীন শান্তিরহাট বাজারের কাছে গহিরা-হেঁয়াকো সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আমির হোসেন (২৬), মো. রিদোয়ান (১৮), মো. শওকত হোসেন (৪২), শেফাত হোসেন (১৭), মো. হেলাল উদ্দিন (১৮), মো. তাসিফ (১৬)। তাঁদের সকলের বাড়ি উপজেলা নারায়ণহাট গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ভুজপুর অভিমুখে যাওয়া সিএনজি অটোরিকশাটি শান্তিরহাট বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ সবাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।’ 

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ফাতেমাতুজ্ জোহরা বলেন, ‘প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের চমেকে রেফার করা হয়।’

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী