হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীকে কটূক্তি, প্রবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে দক্ষিণ আফ্রিকাপ্রবাসী সাইফুল ইসলামের (৩৮) বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় একই ঘটনায় পৃথক দুটি অভিযোগ দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কার্তিক মজুমদার ও চরহাজারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে এই অভিযোগগুলো করেন।

অভিযুক্ত সাইফুল ইসলাম একসময় চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কদমতলা এলাকার দুবাইওয়ালা রফিকের ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান ভারত সফর নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ৭টা চুক্তি হয় তাতে আমার দেশের কল্যাণে একটাও আসবে না। এমনি কি তারা চুক্তির বিষয়েও ঢাক-ঢোল পিটিয়ে কিছু বলে নাই। শুধুমাত্র স্বামীর গুণগান ছাড়া স্ত্রী সাংবাদিকদেরকে আর কিছুই বলে নাই। তবে ওই চুক্তিটা না হলেও স্বামীর সংসার দীর্ঘায়িত করতে প্রচুর অনুরোধ করেছেন। এখন স্বামী চিন্তা করে দেখবেন দাম্পত্য জীবন তাদের কেমন উপভোগ্য ছিল।’

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কার্তিক মজুমদার বলেন, ‘ফেসবুকে অবমাননাকর পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীসহ পুরো দেশকে অপমান করেছেন সাইফুল ইসলাম। তাই তাঁর বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করেছি।’

কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, লেখাটি নিয়ে আলোচনা শুরু হলে বুধবার দুপুরে ফেসবুক ওয়াল থেকে লেখাটি সরিয়ে দেন সাইফুল ইসলাম।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে