হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় চাঁদা না পেয়ে দুই সহোদরকে গুলি করার অভিযোগ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

তিতাসে চাঁদা না পেয়ে দুই সহোদরকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এতে তাঁরা গুরুতর আহত হন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস দুই ভাই গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

আহতরা হলেন আলীনগর গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে আল আমিন (২৫) ও মো. শাহিন (২২)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠান। 

আহতের বড় ভাই মো. নুরুজ্জামান বলেন, ‘কয়েক দিন আগে একটি মাটি কাটার ভ্যাকু ভাড়া এনে রাস্তার কাজ করতে গেলে পোড়াকান্দি গ্রামের ছাদেক মেম্বারের ছেলে আলাউদ্দিন, নুর নবী, বাবু, হযরত আলীসহ আরও কয়েকজন আমার কাছে টাকা দাবি করেন। তাঁদের দাবিকৃত টাকা না দেওয়ায় আলাউদ্দিন গ্রুপের লোকজন আমাদের গ্রামে এসে আমার দুই ভাইকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।’ 

পোড়াকান্দি গ্রামের আলাউদ্দিন বলেন, ‘চার-পাঁচ দিন আগে আমাদের পোড়াকান্দি গ্রামের মতিন মিয়ার ছেলে হযরত আলীর সঙ্গে একটি বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নুরুজ্জামানের লোকজন হযরত আলীকে ধরে নিয়ে যায়। তখন তিতাস থানার পুলিশের মাধ্যমে আপস-মীমাংসা হয়। গুলির ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।’ 

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া পারভেজ বলেন, তাঁদের দুজনের শরীরেই একাধিক গুলি রয়েছে, তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়েছে। 

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামে গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫