মারমেইড বিচ রিসোর্টে আজ রোববার বিকেলে ‘ন্যাচার ইনসাইটস’ ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চেঞ্জ ইনিশিয়েটিভ ও আইএসটিআরের যৌথ উদ্যোগে এ প্রকাশনা চালু করা হয়।
ম্যাগাজিনের উদ্বোধনী সংখ্যার সম্পাদকীয়তে প্রধান সম্পাদক এম জাকির হোসেন খান লিখেছেন: ‘প্রকৃতিকে কেবল শোষণের উৎস হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি বদলাতেই এই ম্যাগাজিনের যাত্রা। প্রকৃতিকে আমাদের সহযোগী হিসেবে বিবেচনা করতে হবে। প্রকৃতির অধিকারকে সম্মান করলেই কেবল সত্যিকারের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।’
জাকির হোসেন আরও লিখেছেন, ‘প্রাকৃতিক অধিকারভিত্তিক শাসনব্যবস্থা’ কোনো প্রতীকী ধারণা নয়, বরং এটি মানবসৃষ্ট আইনকে বাস্তুতান্ত্রিক সীমারেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার বাস্তবমুখী বিবর্তন। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশবিদ, শিল্পী, গবেষক ও সমাজকর্মীরা অংশ নিয়ে গঠনমূলক আলোচনায় মিলিত হন।
প্রথম সংখ্যার উল্লেখযোগ্য বিষয়বস্তুর মধ্যে আছে আর্কটিকের বরফ গলার প্রভাব, আফ্রিকার বন সংরক্ষণের সংগ্রাম, সাজেকের পাহাড়ি জনগোষ্ঠীর জীবনকাহিনি, পরিবেশ রক্ষাকারী কর্মীদের সাক্ষাৎকার, বাস্তুসংস্থানভিত্তিক কল্পকাহিনি ও হাস্যরসাত্মক কার্টুন।
ন্যাচার ইনসাইটস অনলাইন ও মুদ্রিত সংস্করণে পাওয়া যাচ্ছে। সাবস্ক্রাইব করতে বা প্রথম সংখ্যা পড়তে ভিজিট করতে পারেন