কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাইফুল ইসলাম ওরফে জীবন (৩০) নামের এক যুবকের বাড়ির রান্নাঘর থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী গঙ্গানগর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সাইফুল পালিয়ে যান।
৭০ কেজি গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এস আই) মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের একটি দল গতকাল সন্ধ্যায় উপজেলার গঙ্গানগর এলাকায় অভিযান চালায়। এ সময় সাইফুলের রান্না ঘর থেকে ছয়টি বস্তা ভর্তি ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল পালিয়ে যান।
ওসি মাহমুদুল বলেন, ‘পলাতক সাইফুল ও গ্রেপ্তার নাঈমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। নাঈমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’