হোম > সারা দেশ > কুমিল্লা

কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে একই পরিবারের ৩ জন নিহত, নিখোঁজ ১

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে একই পরিবারের তিন জনের প্রাণহানি ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন, জেলার তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৫৫), তাঁর মেয়ের ঘরের নাতনি আয়েশা আক্তার (১২) এবং মরিয়ম আক্তার (৭)। নিখোঁজ রয়েছে তামান্না আক্তার (৫)। 

জানা যায়, ট্রলারটিতে একই পরিবারের ১৪ জন যাত্রী ছিল। ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে পুরান বাটেরা গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ জনকে উদ্ধার করে। তাদের দাউদকান্দি এলহাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ ও নিহতরা সবাই ঢাকার ডেমরা থানার সুকুরসী এলাকায় বসবাস করতেন। মামার বাড়ি তিতাস উপজেলার মোহনপুর গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনার ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি ট্রলার দাউদকান্দি থেকে তিতাস উপজেলার মোহনপুর গ্রামের উদ্দেশে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টায় মেঘনা উপজেলার পুরান বাটেরা সংলগ্ন কাঁঠালিয়া নদীতে পৌঁছানোর পর আকস্মিক ট্রলারটি ডুবে যায়।

নিহত ও নিখোঁজের তথ্য চালিভাঙ্গা নৌ পুলিশ পরিদর্শক মো. রফিক নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর