হোম > সারা দেশ > কুমিল্লা

কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে একই পরিবারের ৩ জন নিহত, নিখোঁজ ১

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে একই পরিবারের তিন জনের প্রাণহানি ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন, জেলার তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৫৫), তাঁর মেয়ের ঘরের নাতনি আয়েশা আক্তার (১২) এবং মরিয়ম আক্তার (৭)। নিখোঁজ রয়েছে তামান্না আক্তার (৫)। 

জানা যায়, ট্রলারটিতে একই পরিবারের ১৪ জন যাত্রী ছিল। ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে পুরান বাটেরা গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ জনকে উদ্ধার করে। তাদের দাউদকান্দি এলহাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ ও নিহতরা সবাই ঢাকার ডেমরা থানার সুকুরসী এলাকায় বসবাস করতেন। মামার বাড়ি তিতাস উপজেলার মোহনপুর গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনার ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি ট্রলার দাউদকান্দি থেকে তিতাস উপজেলার মোহনপুর গ্রামের উদ্দেশে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টায় মেঘনা উপজেলার পুরান বাটেরা সংলগ্ন কাঁঠালিয়া নদীতে পৌঁছানোর পর আকস্মিক ট্রলারটি ডুবে যায়।

নিহত ও নিখোঁজের তথ্য চালিভাঙ্গা নৌ পুলিশ পরিদর্শক মো. রফিক নিশ্চিত করেছেন।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক