চট্টগ্রামের বোয়ালখালীতে করোনায় আক্রান্ত হয়ে ১২ ঘণ্টার ব্যবধানে পিতা–পুত্রের মৃত্যু হয়েছে।
আজ বুধবার উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের চরখিজিরপুর এলাকার মাহাবুব উল্লা বাড়ির আবু সৈয়দ চৌধুরী (৮০) ও তাঁর ছেলে মো. আলমগীর (৩৫) মারা যান।
পরিবারের সূত্রে জানা যায়, গত ২২ জুলাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন মো. আলমগীর। এর পরদিন শুক্রবার আবু সৈয়দ চৌধুরী ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ৯টার দিকে আবু সৈয়দ চৌধুরী মারা যান। ১২ ঘণ্টা পর আজ সকাল ৯টার দিকে মারা যান ছেলে মো. আলমগীর।
পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসনে আরা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হৃদয় বিদারক ঘটনা। সবাইকে আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।