হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাজের ক্রু নিহত, আহত ২

হাতিয়া, প্রতিনিধি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-জাহাজমারা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল মন্নান (২৮) নামের জাহাজের একজন ক্রু নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালকসহ আরও দুজন আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে চরঈশ্বর মুলা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মন্নান হাতিয়ার হরণী ইউনিয়নের কাজীরটেক এলাকার আব্দুল মোতালেবের ছেলে। আহতরা একই এলাকার রুহুল আমিনের ছেলে আফসারসহ দুজন।

মেঘনা গ্রুপের মালবাহী জাহাজ এমবি মার্কেন্টাইল-২-এর চিফ ইঞ্জিনিয়ার নুরুল আফসার জানান, দুদিন আগে পণ্য নিয়ে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়ে আসে তাঁদের জাহাজ। আবহাওয়া খারাপ থাকায় ও বুধবার বিকেল থেকে নদীতে সতর্ক সংকেত থাকায় রাতে হাতিয়ার নলচিরাঘাটের পার্শ্ববর্তী নদীতে নোঙর করেন তাঁরা। দুদিনে জাহাজে থাকা খাদ্য শেষ হয়ে যাওয়ায় বাজার করার জন্য ক্রু আব্দুল মন্নান ও বাবুর্চি আফসারকে আফাজিয়া বাজারে পাঠানো হয়। কিন্তু ওই বাজারে কিছু না পাওয়ায় বৃষ্টির মধ্যে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে তারা ওছখালি বাজারের দিকে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর চরঈশ্বর মুলা মার্কেট এলাকায় সড়কের একটি গর্তের মধ্যে পড়ে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে মারা যান আব্দুল মন্নান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ