হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবাসিক শিক্ষার্থীর তালিকা প্রকাশ না করায় পলিটেকনিকে বিক্ষোভ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাসে বরাদ্দ পাওয়ার শিক্ষার্থীদের তালিকা নির্ধারিত সময়ে প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ছাত্রাবাসে সিট বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করেনি কর্তৃপক্ষ। এ কারণে তালিকা প্রকাশের দাবিতে দুপুর থেকে এ রিপোর্ট লেখা পযর্ন্ত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত মো. আবির নামের এক শিক্ষার্থী বলেন, ‘বাসা দূরে হওয়ার কারণে অনেক টাকা যাতায়াতে চলে যায়। তাছাড়া রাস্তাঘাটে যানজটের কারণে পড়াশোনার সময়ও নষ্ট হয়। তাই আমাদের কথা চিন্তা করে দ্রুত হলের আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হোক।’

এ বিষয়ে ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. ইয়াছিন বলেন, ‘ছাত্রাবাস খোলার বিষয়ে আলোচনা চলছে। আগামীকাল বুধবার আমরা এ নিয়ে আবারও বসব।’

উল্লেখ্য, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাস নানা কারণে পতিত সরকারের আমল থেকে বন্ধ রয়েছে। ৫ আগস্টের পর সেই ছাত্রাবাস খোলার দাবি জানায় শিক্ষার্থীরা। আজ আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশের কথা ছিল।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল