হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজি অটোরিকশার ধাক্কা, নিহত ১

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাযাত্রী বিশ্বজিৎ দে (৩৬) নিহত হন। 

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের হাফেজ বজলুর রহমান সড়কের মহামুনি স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্বজিৎ দে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মণ্ডলের বাড়ির বলরাম দের ছেলে। নোয়াপাড়া এলাকায় সেঞ্চুরি টেইলার্স নামে তাঁর একটি দর্জির দোকান রয়েছে। 

আহতরা হলেন সিএনজি অটোরিকশাচালক বেতাগী ইউনিয়নের রামগতিরহাট এলাকার বাদল দাশের ছেলে প্রবীর দাশ (২৭), অটোরিকশার যাত্রী এবং একই এলাকার বাসিন্দা বাবুল চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২৫) এবং সমীর সেনের ছেলে আকাশ সেন (১৮)। তাঁরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী। 

ওসি মো. মাহবুব মিলকী আজকের পত্রিকা বলেন, ট্রাকটি বেতাগী থেকে কাপ্তাই সড়কের দিকে আসার পথে নষ্ট হয়ে যাওয়ায় মেরামতের জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। অন্যদিকে বেতাগী রামগতির হাট থেকে যাত্রী নিয়ে পাহাড়তলী আসছিল সিএনজিচালিত অটোরিকশাটি। মহামুনি স্কুল এলাকায় গেলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে অটোরিকশায় থাকা যাত্রী বিশ্বজিৎ দে ছাড়াও দুই যাত্রী এবং চালক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিশ্বজিৎকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। 

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট