হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম নগর আ.লীগের সম্মেলন ৩১ জুলাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী ৩১ জুলাই তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে মহানগর আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত হয়। নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীকে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে সদস্যসচিব নির্বাচিত করা হয়। 

আ জ ম নাছির উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘পবিত্র ঈদুল আজহার পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কয়েকটি ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন এখনো হয়নি, তা নগর সম্মেলনের আগেই সম্পন্ন করা হবে। ইতিমধ্যে ওইসব স্থানের নেতাদের সঙ্গে আলোচনা করে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি থানার সাংগঠনিক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আগামী ৫ জুলাই মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সম্মেলনকে প্রাণবন্ত ও সফল করতে কয়েকটি উপকমিটি গঠন করা হবে। সম্মেলন সফল করার লক্ষ্যে যাবতীয় কার্যক্রম চূড়ান্ত ও দলীয় নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’ 

সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুচ সালাম, সংসদ সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের প্রমুখ।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ