হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে সংঘর্ষ, বোমাসহ গ্রেপ্তার ১

প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাদের মির্জার এক অনুসারী আহত এবং প্রতিপক্ষের একজনকে পাঁচটি চকলেট বোমাসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বোমাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার। 

গতকাল বুধবার রাত ৮টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারের দরবার শরীফ এলাকায় এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহত হয়েছেন মো. নাজমুল হাসান রনি (৩৫)। তিনি চরকাঁকড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। রনি উপজেলা আওয়ামী লীগ নেতা আনিছুল হকের ছেলে এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী। 

পরবর্তীতে সেই স্থান থেকে পাঁচটি চকলেট বোমাসহ মাহমুদুল হক জুয়েল (২১) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। তিনি চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এমদাদুল হকের ছেলে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী। 

বোমাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। মামলা রুজু করে আটক ব্যক্তিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।’ 

উল্লেখ্য, বিগত প্রায় ৭ মাস যাবৎ কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবাদমান দু'টি গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন সাংবাদিকসহ দু'জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক নেতা কর্মী। প্রতিপক্ষের হামলায় অনেকে ঢাকার পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানায় ৪০ টির অধিক মামলা রেকর্ড হয়েছে। অনেকগুলো গুরুতর অপরাধের মামলা অজ্ঞাত কারণে থানা রেকর্ড করেনি। 

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে