হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালী পাসপোর্ট অফিস থেকে ১১ দালাল গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের গাবুয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব। র‍্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজ উদ্দিন (৪৫), আসাদুজ্জামান (৩৫), আব্দুর রহিম (৫২), মোসলেহ উদ্দিন (৪৫), জুয়েল রানা (২৭), মাঈন উদ্দিন (৪২), মহিন উদ্দিন (৩৭), হারুন-অর-রশিদ (৪৫), গাজী আনোয়ার আহম্মেদ হৃদয় (২৭), মাহবুবুর রহমান (২৫) ও আজিজুল হাকিম (২৭)। তাঁদের কাছ থেকে ৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, ১৪টি পাসপোর্ট ও ২০৪টি পাসপোর্ট ডেলিভারি রশিদ জব্দ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, সেবাপ্রত্যাশীদের হয়রানি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত পাসপোর্ট অফিস এলাকার আশপাশে অভিযান চালায় র‌্যাব-১১-এর একটি দল। অভিযানকালে বিভিন্ন স্থান থেকে ১১ জন দালালকে আটক করা হয়। আটক সবাই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পাসপোর্টপ্রত্যাশী সাধারণ মানুষকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।

কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান আটককৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছেন। এর আগেও অভিযান চালিয়ে ১৪ দালালকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু