হোম > সারা দেশ > চট্টগ্রাম

হজের ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, শাহ আমানতে রানওয়ে বন্ধ ২ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়ে-২৩ প্রান্তে থেমে যায় বিমান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রানওয়েতে আটকা পড়ার ঘটনায় প্রায় দুই ঘণ্টা উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। পরে ত্রুটি সারিয়ে উড়োজাহাজটিকে নিরাপদে সরিয়ে আনা হলে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।

আজ শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে মদিনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-১৩৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় উড়োজাহাজটি রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে আটকে যায়। এতে সাময়িকভাবে বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি রানওয়ের মাঝপথে আটকে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং টিম (জিইসি) পুশ কার্টের মাধ্যমে সামনের চাকা টেনে ত্রুটি সারিয়ে নেয়। পরে সকাল ১১টা ২০ মিনিটে উড়োজাহাজটিকে নিরাপদে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়।

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘মদিনা থেকে আসা বিজি-১৩৮ ফ্লাইটটি অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়ে-২৩ প্রান্তে আটকে পড়ে। দ্রুততার সঙ্গে কাজ করে উড়োজাহাজটিকে সরিয়ে আনা হয়। বর্তমানে বিমানবন্দরের রানওয়ে স্বাভাবিকভাবে সচল রয়েছে।’

এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা বিমানবন্দরের উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে। এ সময়ে চট্টগ্রামগামী ও চট্টগ্রাম থেকে ছাড়ার অপেক্ষায় থাকা বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়। তবে দ্রুত ব্যবস্থাপনায় যাত্রীরা বড় কোনো ভোগান্তির শিকার হননি।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল