হোম > সারা দেশ > নোয়াখালী

শিক্ষক-শিক্ষার্থীদের উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অপরাধে শাহিদ (২২) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত যুবক স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত। শাহিদ উপজেলার মধ্য জিরতলী গ্রামের জামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহিদসহ কয়েকজন যুবক জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত। প্রতিদিন বিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানি করার চেষ্টা করত। তাদের বাঁধা দিতে আসলে লোকজনকে মারধর করত। এসব ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকেরা প্রতিবাদ করলে গত কয়েক দিন ধরে নারী শিক্ষকদেরও বিভিন্নভাবে উত্ত্যক্ত করা শুরু করে তাঁরা। 

বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে আমরা বিদ্যালয় এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর থেকে অভিযুক্ত শাহিদকে আটক করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের শ্লীলতাহানির চেষ্টা ও উত্ত্যক্ত করার অপরাধে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘দণ্ডপ্রাপ্ত ওই যুবক স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের প্রধান বলে একাধিক সূত্রে জানা গেছে। এসব ঘটনার সঙ্গে তাঁর দলের আরও কয়েকজন জড়িত আছে। অপর অভিযুক্তদের আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫