হোম > অপরাধ > চট্টগ্রাম

এবার নৌকা নিয়ে মাঝনদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষ

প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এবার নৌকা নিয়ে মাঝ নদীতে সংঘর্ষ করেছেন দুই গ্রামবাসী। প্রায় তিন ঘণ্টাব্যাপী থেমে এ সংঘর্ষ চলে। তবে এতে কেউ আহত হননি। যদিও দুই গ্রামের নারী–শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর এবং ফতেপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। ওই দুই গ্রামের মধ্যবর্তী কড়াগাঙ্গ এলাকায় দুই গ্রামের লোকজন নৌকায় করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। নৌকা থেকে একে অপরের দিকে বর্শা, বল্লম ও ঢিল ছোড়েন। 

ফুটবল খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন দুই গ্রামের মুরব্বিরা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় পরমানন্দপুর গ্রামের একাংশের সঙ্গে ফতেপুর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। এরই জের ধরে আজ সকালে দুই গ্রামের যুবকেরা নৌকা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। 

পাকশিমুল ইউনিয়ন পরিষদের সদস্য ফতেপুর গ্রামের বাসিন্দা শরিফ মিয়া বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের গ্রামের কিছু যুবক পরমানন্দপুর গ্রামের যুবকদের সঙ্গে মারামারি করেছে। বর্ষাকালে নৌকা দিয়ে ঝগড়া করা খুবই খারাপ। আর এটা খুব ঝুঁকিরও। আমরা বিষয়টি সমাধানের জন্য কাজ করছি। 

উপজেলার পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, নৌকায় করে পরমানন্দপুর ও ফতেপুর গ্রামের সংঘর্ষের কথা শুনেছি। মারামারি এখন বন্ধ হয়েছে। মীমাংসার জন্য আগামীকাল আমি ওই দুই গ্রামে যাব। দুই গ্রামের মুরব্বিদের নিয়ে ব্যাপারটা মীমাংসা করার চেষ্টা করবো। 

সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, এই মাত্র খবর পেয়েছি। দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক