হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিআইইউ সমাবর্তনে ২১৮৯ জন ডিগ্রিধারীকে সনদ প্রদান করা হবে

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিআইইউর সমাবর্তন উপলক্ষে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

বেসরকারি চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ২০২৫–এর সমাবর্তনে ২ হাজার ১৮৯ জন ডিগ্রিধারী শিক্ষার্থীকে সদন প্রদান করা হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার বলেন, ‘শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রাম বোট ক্লাবে সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাউজুল কবির খান। তিনি রাষ্ট্রপতির পক্ষে শিক্ষার্থীদের সদন প্রদান করবেন।’

উপাচার্য বলেন, ‘ডিগ্রিধারীদের মধ্যে ১ হাজার ৪৫২ জন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা, প্রকৌশল, আইন; লিবারেল আর্টস অনুষদ থেকে পাস করা স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং বাকি ৭৩৭ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। অনুষ্ঠানে ১৪ জন শিক্ষার্থীকে তাঁদের স্ব স্ব প্রোগ্রামে অসামান্য কৃতিত্বের ফলস্বরূপ “টপ অ্যাচিভার্স” অ্যাওয়ার্ড প্রদান করা হবে, যার মধ্যে দুজনকে ভ্যালেডিক্টরিয়ান হিসেবে বক্তব্য প্রদানের সুযোগ প্রদান করা হবে।’

এ সময় সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ট্রাস্টি লুৎফে এম আইয়ুব, ট্রাস্টি দিলরুবা আহমেদ, ট্রাস্টি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ট্রাস্টি সাফিয়া গাজী রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি যাত্রা শুরু করে।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি