হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় খালে-বিলে অভিযান চালিয়ে জাল ধ্বংস, জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন খালে ও বিলে অভিযান চালিয়ে চায়না দোয়ারি, ম্যাজিক জাল, ভেসাল জাল ও কারেন্ট জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অভিযানে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

গতকাল বৃহস্পতিবার উপজেলার নাইঘর, বড়ধুশিয়া ও নাগাইশ গ্রামে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক ও ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। 

উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক জানান, যত্রতত্র চায়না দোয়ারি (ম্যাজিক জাল), ভেসাল ও কারেন্ট জাল বসিয়ে মাছ ধরার অভিযোগের ভিত্তিতে উপজেলার নাইঘর, বড়ধুশিয়া ও নাগাইশ গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটটি ভেসাল জাল, পাঁচটি চায়না দোয়ারি জাল (ম্যাজিক জাল) এবং আনুমানিক ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া একই অভিযোগে এক ব্যক্তিকে নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় লোকজন মাছ ধরার বিভিন্ন জাল পেতে রেখেছেন। এসব জালের জন্য দূরের বানভাসিদের কাছে স্বেচ্ছাসেবকেরা ত্রাণের নৌকা নিয়ে যেতে পারছেন না। এ কারণে বন্যাদুর্গতদের কাছে যথাসময়ে খাবার পৌঁছাতে বিলম্ব হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম স্যারের নির্দেশে কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে বেশ কিছু জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট