হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

আসিম বিন সাইফ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে আসিম বিন সাইফ (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশু মারা গেছে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউসুফ মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় মোহাম্মদ সাইফুদ্দিনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার বড়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বিকেল পৌন ৫টার সময় তিনতলা ভবনের ছাদের ওপর কাপড় শুকানোর টিনশেডের ঘরে খেলছিল আসিমসহ চারজন। ওই সময় ওই ভবনের পাশের কবরস্থানের একটি গাছ কাটছিলেন লোকজন। গাছ কাটার সময় একটি ডাল ওই টিনশেডের ঘরে পড়লে আসিম চাপা পড়ে এবং কাপড় শুকানোর রশিতে পেঁচিয়ে যায়। পরে আসিমের সঙ্গে খেলারত আসিমের ছোট ভাই আয়ানসহ তিনজন নিচে পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর আজ রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিবারের লোকজন আহাজারি করছিলেন। ওই সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

নিহত শিশুর ছোট ভাই আয়ান বিন সাইফ বলে, ‘আমরা চারজন খেলা করছিলাম। ওই সময় হঠাৎ একটি ডাল টিনের ঘরে পড়ে আর ভাইয়া টিনের নিচে চাপা পড়ে। সঙ্গে সঙ্গে সে মারা যায়।’

নিহত শিশুর চাচা গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা ঘরে আম খাচ্ছিলাম। তখন আওয়াজ শুনে ছাদে উঠে দেখি আসিম টিনের চালের নিচে চাপা পড়ে গলায় কাপড় শুকানোর রশি পেঁচিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাকে বাঁচাতে পারিনি।’

পরিবারের সঙ্গে আসিম বিন সাইফ। ছবি: সংগৃহীত

কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রিয়াদুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আত্মীয়দের সঙ্গে কথা বলে ময়নাতদন্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ