হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে পিকআপের চাপায় নারী এনজিও কর্মী নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পিকআপের চাপায় জিন্নাত সুলতানা জিতু (২৭) নামে এক বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালক। আজ বুধবার সকালে জেলার পৌর এলাকার দত্তেরহাটের সোনাপুর-চৌরাস্তা সড়কের দত্তবাড়ী মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিন্নাত আরা জিতু চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলীর লোকো কলোনির মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তিনি একটি এনজিওতে পরিসংখ্যানবিদ হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে অটোরিকশাযোগে দত্তেরহাট এলাকা থেকে মাইজদীতে আসছিলেন জিতু। এ সময় পেছন থেকে আসা একটি ইটবাহী পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। তাতে রিকশায় থাকা জিতু সড়কে ছিটকে পড়ে গেলে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ গিয়ে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত