হোম > সারা দেশ > কুমিল্লা

মেম্বার হলে বিনা মূল্যে সাপ ধরা ও দাঁতের পোকা খুলবেন বেদে সর্দার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

মো. আলাউদ্দিন সর্দার (কবিরাজ)। বেদে সম্প্রদায়ের সর্দার তিনি। বেদেদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। বেদেদের নিয়ে কাজ করতে যেয়ে বহুবার আলোচনায়ও আসেন। ফের নতুন করে আলোচনায় আসলেন সাপ ধরায় পারদর্শী এ সর্দার। 

আলোচনার কেন্দ্রবিন্দু তাঁর ফেসবুকে দেওয়া একটি পোস্ট। ওই পোস্টে তিনি লেখেন, ‘গুনাইঘর উত্তর ইউনিয়ন থেকে ইউপি সদস্য নির্বাচিত হলে এলাকার সাপ ধরা ও শিঙা লাগানো, দাঁতের পোকা খোলাসহ মানুষকে কবিরাজি সেবা দেবেন সম্পূর্ণ বিনা মূল্যে। মো. আলাউদ্দিন সর্দার (৩২) গুনাইঘর উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী। সে ওই ইউনিয়নের বেদে সর্দার মৃত মোহাম্মদ মিয়া হোসেনের ৮ নম্বর ছেলে।’ 

বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মনোনয়ন পত্র দাখিল করে এসে আলাউদ্দিন সর্দার জানান, তিনি বাংলাদেশ বেদে সমাজকল্যাণ সমিতির সভাপতি। এবারের নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচিত হলে এলাকার সাপ ধরা থেকে শুরু করে কবিরাজি ওঝা ঝাড়ফুকসহ সকল সেবা দেবেন বিনা মূল্যে। যা তিনি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছি। এছাড়াও সরকারি ভূমিতে বেদের স্থায়ী বাসস্থানসহ তাঁদের অধিকার আদায়ে, এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত করতে কাজ করবেন।

তিনি আরও বলেন, ‘আমার বাবা বেদে সর্দার ছিলেন। তিনি সাপ ধরতে গিয়ে মারা যান। ১৯৯৬ সালে আমার বাবা গুণাইঘর ইউনিয়ন থেকে ডাকাত দমনে বেশ ভূমিকা রেখেছেন। আমি যদি ইউপি সদস্য নির্বাচিত হই, আমিও মানুষের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে কাজ করব। আমার মূল লক্ষ্য হলো, এলাকায় বিষধর সাপ ধরতে কোনো টাকা-পয়সা নেব না। বিনা মূল্যে শিঙা লাগিয়ে দেব, দাঁতের পোকা বের করে দেব, কাউকে সাপে ছোবল দিলে বিনা মূল্যে চিকিৎসা দেব। কবিরাজি সেবা বিনা মূল্যে দিয়ে যাব।’ 

এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোকবল হোসেন মুকুল বলেন, ‘আলাউদিন কবিরাজ অত্যন্ত নম্র ও সাদা মনের মানুষ। মানুষের জন্য মন খুলে কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যে পোস্ট দিয়েছেন ইতিমধ্যে তা সকলের নজরে এসেছে। তাঁর এমন ভিন্ন রকম প্রচারণা মানুষের মন কাড়বে বলে আমি আশা করি। সবার চেয়ে তার প্রচারণার ধরন ভিন্ন। তাঁর সামর্থ্য যতটুকু আছে সেটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে তাঁর ইচ্ছেটাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই।’ 

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু