হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. তাসনিমা আজিজ নোভার বিরুদ্ধে রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে। তাঁর কাছে রোগীকে না দেখালে তিনি হাসপাতালেও ভর্তি করাতে চান না​। এমনকি তাঁর বাড়ি স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় হওয়ায় তিনি কাউকেই তোয়াক্কা করেন না বলেও অভিযোগ করেছেন রোগীরা। 

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. তাসনিমা আজিজ নোভার বিরুদ্ধে রোগীদের সঙ্গে খারাপ আচরণ করার বিষয়ে অনেক অভিযোগ রয়েছে। তাঁর অশালীন আচরণে অতিষ্ঠ সেবা নিতে আসা সাধারণ রোগীরা। এ নিয়ে রোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

এ বিষয়ে রোগীর সঙ্গে আসা ভুক্তভোগী উপজেলার সদরের বাসিন্দা গাজী আবদুল হান্নান বলেন, ‘গত শনিবার দুপুরে আমার মা শাহেদা বেগমের (৭৫) চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে আমার মাকে ডাক্তার দেখাই। ডাক্তার আমার মাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়ে চিকিৎসা প্রদান করেন। পরে বলেন ভর্তি ফরমটা ইমার্জেন্সি বিভাগে নিয়ে গেলেই কাজ হয়ে যাবে। এ সময় ইমার্জেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হিসেবে দায়িত্বে ছিলেন ডা. তাসনিমা আজিজ নোভা। ভর্তির বিষয়ে কথা বলতে গেলে তিনি বলেন, এ রোগী আমি দেখিনি, তাই তাঁকে ভর্তি করতে পারব না। যাকে দেখিয়েছেন তাঁকে এসে ভর্তি করাতে বলে।’ 

আবদুল হান্নান আরও বলেন, ‘ভর্তি করার ব্যাপারে বারবার অনুরোধ করলে উত্তেজিত হয়ে পড়েন ডা. নোভা। এ সময় তিনি আমার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেন। বর্তমানে আমার মা ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।’ 

উপজেলার বালিনা এলাকার বাসিন্দা জেসমিন বেগম বলেন, ‘আমার মেয়ে সায়মাকে (৫) নিয়ে গত শনিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যাই। এ সময় চিকিৎসকের দায়িত্বে থাকা ডা. নোভা আমার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন।’ 

অভিযোগের বিষয়ে জানতে ডা. তাসনিমা আজিজ নোভার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কোনো রোগীর সঙ্গে খারাপ আচরণ করিনি। আপনারা সাংবাদিকেরা মোবাইলে কথা না বলে দুই দিন পর সরাসরি স্বাস্থ্য কমপ্লেক্সে আসুন। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলব।’ 

এ নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন বলেন, ‘অভিযোগের বিষয়টি আমি শুনেছি। সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করব।’ 

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত