হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় চোরাই পথে আসা ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে চোরাই পথে আসা প্রায় ৪২ লাখ ১১ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শশীদল রেলস্টেশন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জ্যোতি। এ সময় বিজিবির শশীদল বিওপির ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।

বিজিবির শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ফারুক কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারত থেকে চোরাই পথে আসা বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৪২ লাখ ১১ হাজার টাকা।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে শশীদল রেলস্টেশনে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে চোরাই পথে আসা ভারতীয় স্কিন শাইন ক্রিম ১৩ কার্টন, নেহা মেহেদী ১৫ কার্টন, ফেন্সি বাজি ২ কার্টন, ডাবর আমলা তেল ২৩ কার্টন, বাজি এক বস্তা ও মেহেদী দুই বস্তা জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল বিজিবির হেফাজতে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, ‘শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই চোরাই পণ্যের বস্তা মাথায় ছুটে যায় চোরাচালানকারীর দল। তারা ট্রেনে চোরাই পণ্য তুলে দেয়। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল