হোম > সারা দেশ > নোয়াখালী

সরকারি জায়গায় দোকান নির্মাণে উচ্ছেদ অভিযান

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চরকিং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর পুকুরপাড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দের নেতৃত্বে একটি টিম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাস পুকুরের পাড়ে ঘর নির্মাণ করে তাতে চায়ের দোকান দেয় একটি পক্ষ। স্থানীয়ভাবে এই সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও হাতিয়া থানার পুলিশের একটি টিম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এদিকে উচ্ছেদের সংবাদ পেয়ে দোকানের মালিক মালামাল নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, পুকুরটি সরকারি খাস সম্পত্তি। দীর্ঘদিন ধরে সরকার এটি ইজারা দিয়ে আসছে। কয়েক দিন আগে এই পুকুরপাড়ে মো. তৈয়ব নামে একজন একটি ঘর নির্মাণ করে তাতে চায়ের দোকান খুলে বসেন।

এ বিষয়ে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দ জানান, সরকারি জায়গা দখল করে যাঁরা বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করেছেন, তাঁদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে হাতিয়ার বিভিন্ন অঞ্চলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। আমাদের জনবলের সংকট থাকায় প্রতিদিন উচ্ছেদ অভিযান পরিচালনা করা যাচ্ছে না। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে