হোম > সারা দেশ > নোয়াখালী

সরকারি জায়গায় দোকান নির্মাণে উচ্ছেদ অভিযান

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চরকিং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর পুকুরপাড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দের নেতৃত্বে একটি টিম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাস পুকুরের পাড়ে ঘর নির্মাণ করে তাতে চায়ের দোকান দেয় একটি পক্ষ। স্থানীয়ভাবে এই সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও হাতিয়া থানার পুলিশের একটি টিম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এদিকে উচ্ছেদের সংবাদ পেয়ে দোকানের মালিক মালামাল নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, পুকুরটি সরকারি খাস সম্পত্তি। দীর্ঘদিন ধরে সরকার এটি ইজারা দিয়ে আসছে। কয়েক দিন আগে এই পুকুরপাড়ে মো. তৈয়ব নামে একজন একটি ঘর নির্মাণ করে তাতে চায়ের দোকান খুলে বসেন।

এ বিষয়ে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দ জানান, সরকারি জায়গা দখল করে যাঁরা বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করেছেন, তাঁদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে হাতিয়ার বিভিন্ন অঞ্চলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। আমাদের জনবলের সংকট থাকায় প্রতিদিন উচ্ছেদ অভিযান পরিচালনা করা যাচ্ছে না। 

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা