হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৭ হাজার ইয়াবা জব্দ 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি আশারতলী সীমান্ত থেকে সাত হাজার ৬০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। জব্দ করা ইয়াবার আনুমানিক দাম ২২ লাখ ৮০ হাজার টাকা। 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক উদ্ধার ও সন্ত্রাস দমনসহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সাত হাজার ৬০০টি ইয়াবা জব্দ করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। 

জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশের একটি বিশেষ দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে আশারতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। 

খবর পেয়ে শনিবারে রাতে পুলিশের বিশেষ একটি দল নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী সীমান্তে কবর স্থানের বাউন্ডারির পাশে আশারতলী-কম্বনিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় কয়েকজনকে পায়ে হেঁটে আশারতলী সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে পুলিশের বিশেষ দল এবং গোয়েন্দারা তাদের চ্যালেঞ্জ করে। 

পরে তারা তাদের ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল হতে পলিথিন দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে সাত হাজার ৬০০টি বর্মিজ ইয়াবা উদ্ধার করে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়